Abar Bhalobaste Hobe Poem Lyrics (আবার ভালোবাসতে হবে) Munmun

Abar Bhalobaste Hobe Poem Lyrics By Munmun Mukherjee

Abar Bhalobaste Hobe Lyrics Is  Bengali Poem. Recited by Munmun Mukherjee. This Poem Written by Kuntaladitya.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem: Abar Bhalobaste Hobe – আবার ভালোবাসতে হবে
Written by: Kuntaladitya
Sound: Dhun
Recited by: Munmun Mukherjee
Music: Abhishek Chakraborty
Camera: Nilanjan
Editing: Soumyadip
Supporting team: Debasish & Partha
Label: Munmun Mukherjee

Abar Bhalobaste Hobe Kobita In Bengali

গত বছর বা বছরগুলোই
প্রেমে ছ্যাকা খেয়ে
এই নতুন বছরে আর

কারো প্রেমে না পড়ার
রেজুলেশন নিয়ে ফেলেছেন
ভুল করেছেন।

এর আগে বার তিনেক প্রেমে পড়ে
সম্পর্কে জড়িয়েও বিচ্ছিরিভাবে
হৃদয় ভাঙ্গার পরেও।

যদি সদ্য পাশের বাড়িতে বা
পাশের পাড়ায় আসা
কোন ছেলে বা মেয়েকে
আপনার হঠাৎ করে
ভালো লেগে গিয়ে থাকে।

তাহলে অতীতের ক্ষতকে
প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়ে
নির্দ্বিধায় সেই ভালোলাগার
আবেশটাকে উপভোগ করুন।

পরীক্ষার সিলেবাসে খুচরো
ফাকির বিনিময়ে
আপনার মনটা যদি
প্রতিদিন তার কথা ভাবতে চায়
তাহলে মনকে একটু আশকারা দিন।

কোন পড়ন্ত বিকেলে পাড়ার
গলি কিংবা ছাদ থেকে
হঠাৎ যদি আপনার উদ্দেশ্যে
তার হাত নাড়া বা কেমন আছেন?

ডানা মেলে উড়ে আসে
তবে আপনিও ফের
এক গাল বোকা বোকা

হাসি ফেরত দিয়ে
নতুন প্রেমের মৌসুমী আবেগের
ডানা মেলে ভেসে পড়ুন ঘুড়ি হয়ে।

নিঝুম রাতের একলা বিছানায়
আপনার টাটকা অনুভূতি গুলোর স্বার্থে
হেডফোনে বরাদ্দ রাখতে
পারেন গুটি কতক

আপনার পছন্দের প্রেমের গান
বালিশের পাশে থাকতে চাইলে থাক না
মোলট ছেঁড়া শ্রী জাত বা বুদ্ধদেব গুহ।

আগে হয়তো ভুল মানুষজনের
উপর অনুভূতি বিনিয়োগ করে
জীবনে লোকশান করেছেন বারংবার
কিন্তু তবু আপনাকে ঝুঁকি নিয়েই
আবার এগোতে হবে

কে বলতে পারে
এবারের মানুষটি হয়তো
আপনার জীবনের সঠিক মানুষ।

তাই আগের আঘাত গুলো সামলে
আপনার মনটা যদি নতুন আবার
কারো প্রেমে পড়তে চায়

তাহলে তার বিদ্বাচরণ করে
কোন রেজুলেশন নেবেন না
কারণ মনের উপর কখনো
কারো হুকুম খাটেনি খাটে না
খাটবেও না।

মনে রাখবেন ভালোবাসতে জানি
বা ভালোবাসতে পারি বলেই
আমরা মানুষ
তাই প্রেম ভালোবাসার রাস্তায়

যত বারি হোঁচট খাই না কেন
উঠে দাঁড়িয়ে নিজেকে নিঃস্ব করে
আবার ভালবাসতে হবে

বেলা শেষের উজান স্রোতে
কোন এক তুমির হাতটা ধরে
ভাসতে হবে বাকিটা জীবন

একসাথে রোজ হাসতে হবে
হ্যাঁ আমাদের আবার ভালোবাসতে হবে
আমাদের আবার ভালোবাসতে হবে।

আবার ভালোবাসতে হবে কবিতা আবৃত্তি লিরিক্স – মুনমুন মুখার্জী

goto bochor ba bochor guli
preme cheka kheye
ei notun bochore ar.

karo preme na porar
rejuletion niye felechen
vul korechen.

Leave a Comment