Ami Jani Lyrics (আমি জানি) Hridoy Khan | Aditi Singh Sharma

Ami Jani Lyrics By Hridoy Khan And Aditi Singh Sharma

Ami Jani Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Hridoy Khan feat Aditi Singh Sharma. Music Arrangement By Hridoy Khan. This Song Lyrics By Farhana Chowdhury Hema.
 
Song Info
Song – Ami Jani – আমি জানি
Artists – Hridoy Khan feat Aditi Singh Sharma
Composer, Music, Mix and Master – Hridoy Khan
Lyrics – Farhana Chowdhury Hema
Aditi’s vocals recorded by Samir Dharap at Studio 504 (India)
Label – HK Production

Ami Jani Lyrics In Bengali

আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে
আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে

কাছ থেকেও কেনো খুজি তোমারে
হৃদয়ের এক কোনে আড়ালে
আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে

অভিমানী চোখে জানি খোজ আমারে
না বলা মনের কথা লুকিয়ে রেখে আধারে
অভিমানী চোখে জানি খোজ আমারে

না বলা মনের কথা লুকিয়ে রেখে আধারে
পাশে থেকেও কেনো খুজি তোমারে
হৃদয়ের এক কোনে আড়ালে
আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে

মনের আলিঙ্গনে মনকে রাখো এক সাথে
চলো দুজনে হারাই ভালোবাসার সেই স্রোতে
মনের আলিঙ্গনে মনকে রাখো এক সাথে
চলো দুজনে হারাই ভালোবাসার সেই স্রোতে

কাছ থেকেও কেনো খুজি তোমারে
হৃদয়ের এক কোনে আড়ালে
আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে

আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে
আমি জানি আজ তুমি
মনেরই খেয়ালে

আমি জানি লিরিক্স – হৃদয় খান ও অদিতি সিং শর্মা

Ami jani aj tumi
Moneri kheyale
Ami jani aj tumi
Moneri kheyale

Kache thekeo keno khuji tomare
Hridoyer ak kone arale
Ami jani aj tumi
Moneri kheyale.

Leave a Comment