Ami Tomari Robo Lyrics by Khaled Ashrafi
Ami Tomari Robo Lyrics Is Bangla Song. This Song Is Sung By Khaled Ashrafi. This Song Music Composed by Autumnal Moon. This Song Lyrics was Created By Anupam Biswas. This Song Tune was Created By Ehsan Rahi.
Song Info
Song: Ami Tomari Robo | আমি তোমারই রবো
Singer: Khaled Ashrafi
Lyrics: Anupam Biswas
Tune:Ehsan Rahi
Music: Autumnal Moon
Label: Sangeeta
আমি তোমারই রবো গানের লিরিক্স
যদি হাতটা ধরো,
একটু আপন করো
আমি হয়ে যাবো তোমারি
যদি মুচকি হাসো,
একটু আপন ভাবো
আমি রয়ে যাবো সত্যি তোমারি। (২)
শুধু একটা সুযোগ, একটু সাহস
দাও আমায়, হাতটা ধরার
শুধু একবার সারা, একটু সময়
দাও আমায়, তোমাকে ভালবাসার।
আমি তোমারি রবো যতটা দুরে যাবো
তুমি যেখানে থাকো তোমাকে খুজে নিবো। (২)
আমি তোমারি তোমারি রবো
শুধু তোমারি তোমারি রবো।
আমি তোমারি রবো আবার হারবো
যেমন হারায় রোদের তাপে কুয়াশার চাদর
আমি তোমারি রবো আবার হারবো
যেমন হারায় ফাগুন হাওয়ায় হৃদয়ের আগুন।
শুধু একটা সুযোগ, একটু সাহস
দাও আমায়, হাতটা ধরার
শুধু একবার সারা, একটু সময়
দাও আমায়, তোমাকে ভালবাসার।
আমি তোমারি রবো যতটা দুরে যাবো
তুমি যেখানে থাকো তোমাকে খুজে নিবো। (২)
আমি তোমারি তোমারি রবো
শুধু তোমারি তোমারি রবো।
আমি তোমারি রবো, মনের কথা বলবো
যেমন বলে নিল আকাশ ঘুড়ির ঐ সাথে
আমি তোমারি রবো, মনের কথা বলবো
যেমন বলে রাত্রীটা ঐ তারারদের সাথে।
শুধু একটা সুযোগ, একটু সাহস
দাও আমায়, হাতটা ধরার
শুধু একবার সারা, একটু সময়
দাও আমায়, তোমাকে ভালবাসার।
আমি তোমারি রবো যতটা দুরে যাবো
তুমি যেখানে থাকো তোমাকে খুজে নিবো। (২)
আমি তোমারি তোমারি রবো
শুধু তোমারি তোমারি রবো।
Ami Tomari Robo Lyrics In Bengali
jodi hatta dhoro
ektu apon koro
ami hoye jabo tomari
jodi muchki hasho
ektu apon vhabo
ami roye jabo sotti tomari.
sudhu ekta sujog ektu sahosh
dau amay hatta dhorar
sudhu ekbar sara ektu samoy
dau amay tomake vhalobashar.
আমি তোমারই রবো গানটি গেয়েছেন খালেদ আশরাফি। এই গানের মিউজিক করেছেন অটামনাল মুন। এই গানের কথা লিখেছেন অনুপম বিশ্বাস। গানটির সুর তৈরি করেছেন এহসান রাহি।