Daaga Lyrics By Dhruba Guha And Prince Rubel
Singer: Dhruba Guha
Lyric & Tune: Prince Rubel
Music: Torik
Mix & Mastering: Amzad Bappy
Cast: Akash, Reya & Tamur
Story: Moumita Biswas
Directed By: Shuvabrata Sarker
Cinematographer: Sahil Rony
Executive Producer: R.K. Sarker Rocky
Costume: Hri Tu
Makeup: Imran
Line Producer: DMS
VFX: Shuvabrata Sarker
Production & Post: Cineart
Label: Dhruba Music Station
Daaga Lyrics In Bengali
সহজ সরল মানুষ আমার সাদা কালো মন
সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন
সহজ সরল মানুষ আমার সাদা কালো মন
সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন
বেইমানি করিয়া আমারে ছারিয়া
বেইমানি করিয়া আমারে ছারিয়া
পাখি তুমি অন্য বুলি বলতাছো এখন
কেনো বল পাখি তোমার এমন আচরন
কেনো বল পাখি তোমার এমন আচরন
মনের দায়ে মনটা দিয়া সাজলাম আমি বোকা
জন্মের মত খাইলাম বুঝি এত বড় ধোকা
মনের দায়ে মনটা দিয়া সাজলাম আমি বোকা
জন্মের মত খাইলাম বুঝি এত বড় ধোকা
মন বুঝেনা, পাখি আমার হবে না
মন বুঝেনা, পাখি আমার হবে না
আমার হইলোরে মরন
কেনো বল পাখি তোমার এমন আচরন
কেনো বল পাখি তোমার এমন আচরন
এই ঘরেতে বসত করে ভেঙ্গি ঘরের বেরা
আমারে পর করিয়া শন্য দিলা উড়া
এই ঘরেতে বসত করে ভেঙ্গি ঘরের বেরা
আমারে পর করিয়া শন্য দিলা উড়া
বরই পাষান মন, আমায় ভাবনি আপন
বরই পাষান মন, আমায় ভাবনি আপন
তুমি হইলা ভিভাজন
কেনো বল পাখি তোমার এমন আচরন
কেনো বল পাখি তোমার এমন আচরন
সহজ সরল মানুষ আমার সাদা কালো মন
সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন
বেইমানি করিয়া আমারে ছারিয়া
বেইমানি করিয়া আমারে ছারিয়া
পাখি তুমি অন্য বুলি বলতাছো এখন
কেনো বল পাখি তোমার এমন আচরন
কেনো বল পাখি তোমার এমন আচরন
দাগা গানের লিরিক্স – ধ্রুব গুহ
sohoj sorol manush
amar sada kalo mon
sei monete dila daaga
bujlam nare ki karon
sohoj sorol manush
amar sada kalo mon
sei monete dila daaga
bujlam nare ki karon.