Ei Shono Tumi Sejona Lyrics By Saif Zohan And Shovon Roy
Singer: Saif Zohan
Lyrics: Saif Zohan
Music: Shovon Roy
Video: Saif Zohan & Abira Beethe
Label: Saif Zohan
Ei Shono Tumi Sejona Lyrics In Bengali
এই শোনো তুমি সেজোনা
দিওনা চোখেতে কাজল
সাজলে তোমায় লাগে যে ভালো
নিজেকে লাগে যে পাগল
দাড়িয়ে সাজ ঘড়ে ভাবনা নড়বরে
বুকেতে বাজিয়ে মাদল
এই শোনো তুমি সেজোনা
দিওনা চোখেতে কাজল
সাজলে তোমায় লাগে যে ভালো
নিজেকে লাগে যে পাগল
আলতো পায়ে আলতা পায়ে
হাটছো যখন উঠোন জুরে
ভাবছি আমি হকচকিয়ে
কাপছে দুহাত যাচ্ছি পুড়ে
হৃদয় তোমার নোনা
জলের কাব্যে ভাসানো নাও
সে নাও আমি বাইবো আজি
বাইতে আমাকে দাও
এই শোনো তুমি হেসোনা
হাসলে গালে পড়ে টোল
হাসলে তোমায় লাগে যে ভালো
নিজেকে লাগে যে পাগল
হাসিতে মুক্তো ঝড়ে
মাথাটা যাচ্ছে ঘুরে
জড়িয়ে মায়ার আচল
এই শোনো তুমি হেসোনা
হাসলে গালে পড়ে টোল
হাসলে তোমায় লাগে যে ভালো
নিজেকে লাগে যে পাগল
মুখ লুকিয়ে আবছা চোখে
দেখছো আমায় আপন সুখে
খুনসুটিতে পাগলামিতে
ধরছে কাপন আমার বুকে
জীবন পারি রাখতে বাজি
মরতে রাজী শোনো
তোমার আমার গল্প যেন
প্রাচীণ রুপকথা কোনো
এই শোনো তুমি কেদোনা
ফেলোনা দুচোখের জল
কাদলে আমার লাগেনা ভালো
বুকেতে জ্বলে যে অনল
কাদলে আলতো করে
না না না ধরব জোরে
জড়িয়ে বুকের ভেতর
এই শোনো তুমি সেজোনা গানের লিরিক্স – সাইফ জোহান
ei shono tumi sejona
diona chokhete kajol
sajle tomai lage je valo
nijeke lage je pagol
dariye saaj ghore vabna norbore
bukete bajiye madol.