Ghum Neme Ashey Lyrics By Rajoshi Bhattacharyya
Vocal and Tune: Rajoshi Bhattacharyya
Lyricist: Debarshi Sarkar
Music Arrangement: Rudraneel Choudhury
Music Label: Gaan Taan
Ghum Neme Ashey Lyrics In Bengali
কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
তুমিতো ঘুমের বদলে চেয়েছো পাখি
রঙচটা তার পালকের ভাষা শিখে
তবে কেন এই অহেতুক ডাকাডাকি
আকাশ যেভাবে মিশেছে জনান্তিকে – ২
কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
ঠিক সেভাবেই চিঠি লেখা হবে দেখো
ডাকপিওনের ঝুলিতে জমানো ক্ষত
তুমি আজ তাকে আলগোছে ধরে রেখো
শহর তোমাকে ছুঁয়েছে আমার মত – ২
কখনও তুমিও নিজের মত সাজো
আমিও যেমন এসেছি তোমার দলে
রাজপথ কোনও মিথ্যে বলেনি আজও
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
ঘুম নেমে আসে পাখিদের বন্দরে
ঘুম নেমে আসে লিরিক্স – রাজশ্রী ভট্টাচার্য
Kokhono tumio nijer moto sajo
amio jemon esechi tomar dole
rajpoth kono mithye boleni aajo
ghum neme ashey pakhider bondore
tumi toh ghumer bodole cheyecho pakhi
rongchota tar paloker vasha shikhe
tobe keno ei ohetuk dakadaki
akash jevabe mishechhe jonantike
kakhono tumio nijer moto shajo
amio jemon esechi tomar dole
rajpoth kono mithye bole ni aaj o
ghum neme ase pakhider bondore
thik jevabei chithi lekha hobbe dekho
dak pioner jhulite jomano khoto
tumi aaj taake algochhe dhore rekho
shohor tomake chuyechhe amar moto.