Haripada Lyrics (হরিপদ) Anjan Dutta | Shunte Ki Chao Album

Haripada Lyrics By Anjan Dutta

Haripada Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Anjan Dutta. Music Arrangement By Anjan Dutta. This Song Lyrics By Anjan Dutta.
 
Song Info
Song : Haripada – হরিপদ
Album Name : Shunte Ki Chao
Singer : Anjan Dutta
Music And Lyricist : Anjan Dutta

Haripada Lyrics In Bengali

হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
আকাশ থেকে নেমে এলো এক রাত্রে
বড় বড় বড় বড় গোল গোল চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

আত্নীয় নেই কোনো বন্ধু-বান্ধব
মেস বাড়িতে তার বাস
দায়িত্ব নেই কোনো ঝঞ্চাট নেই কোনো
নেই তার কোনো অভিলাষ।

আছে কলসি আছে আছে ঘরের কোনে
আছে গামছা আছে, আছে মারগো সাবান
চশমার মাইনাস পাওয়ার আছে

পরিপাটি একটা গোঁফ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

আছে একা একা স্বপ্ন দেখার অভ্যেস
তার ধার করে পত্রিকা পড়া
আছে এইট-বি বাসের এক কোনটার জন্যে
সকালের অফিসের তাড়া

আছে ছোটবেলা থেকে একটানা জ্বর রোগ
তাই তেল ঝাল নুন খাওয়া হয়না
শুধু সাদা সেদ্ধ ছিলো যে বরাদ্ধ

যতই না ইচ্ছে হোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

বিজ্ঞাপনের হাতছানি দেখেও না দেখে
ভিড় বাসে পাট ভাঙা শাড়ির পরশ ভুলে থেকে
শনিবার, শনিবার নড়বড়ে সিড়ি বেয়ে

মেসটার ছাদে উঠে আকাশের দিকে চেয়ে
জলে ভরে যেতো তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

হয়তো বা কোনোদিন পার্থনা করেছিলো সে
তাই ধুম করে হঠাৎ এক শনিবারে নেমে আসে
টিভির এন্টেনা বাঁচিয়ে আস্তে করে
পাঁচিলের ধারে ঘেঁষে বনবন করে

ঘুরে নেমে এলো বড় বড় চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

ঘাবড়ে গিয়ে দাঁত কপাটি লেগে যায়
ঘেমে যায় হরির নাকটা
কোনো এক ম্যাগাজিনে দেখেছিলো এই ছবি
অজানা উড়ন্ত কি একটা

ধুয়ে যায় হরিপদ সাদা সাদা আলোতে
বেজে উঠে এসরাজ কত
হাত পা মন মাথা ঘামতে ঘামতে

টনটন করে তার নখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

হঠৎ কি মনে হলে খিলখিলেয়ে হেসে
ওঠে হরিপদ কেরানি
এতসব বড় বড় দেশ মেশ ফেলে তোরা
কলকাতাতেই এলি

নিশ্চয়ই পথ ভুল করে করেছে যে ব্যাটারা
পাবেনা যে কিছুই হেথায়
হাসতে হাসতে দুটো পাটি হরিপদ

জলে ভরে যায় তার চোখ
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক।

বুঝতে পারেনি তারা কখন যে নেমে এসে
তুলে নিয়ে গেছে তাকে মেঘের ওপারে কোন দেশে
কেউ কোনও দিন তার খোঁজ করেনিকো আর
ছিল নাকো কেউ তার কোনও খোঁজ করবার

কেউ করেনিকো কোনও শোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক
লায় লায় লা লায়

হরিপদ একজন সাদামাটা ছোটখাটো লোক লিরিক্স – অঞ্জন দত্ত

Haripada ekjon sadamata chotokhato lok
Akash theke neme elo ek raatre
Boro boro boro boro gol gol chokh
Anttiyo nei kono bondhu-bandhob

Mess barite taar baas
Daittyo nei kono jhonjhat nei kono
Nei taar kono obhilash
Ache kolshi ache ache ghorer kone

Ache gamcha ache ache margo saban
Choshmar mainus paower ache
Poripati ekta gof
Horipada ekjon sadamata chotokhato lok.

Leave a Comment