Kache Dako Joto Tumi Lyrics by Abu Ubayda
Kache Dako Joto Tumi Lyrics Is Bangla Romantic Gojol. This Song Is Sung By Abu Ubayda. This Song Lyric Was Created By Abu ubayda & Hossain Noor. This Song Tune Was Created By Abu Ubayda.
Song Info
Song : Kache Dako Joto Tumi
Singer : Abu Ubayda
Tune & Performed by Abu Ubayda
Lyric: Abu ubayda & Hossain Noor
Mix and Master: Khizir Muhammad
Assistant Director: Abu Toyab
Director: Abu Hurayra
Label : Abu Ubayda
Kache Dako Joto Tumi Lyrics In Bengali
কাছে ডাকো যত তুমি
ফুল ফুটে মরশুমি,
মনেতে হাওয়া লাগে প্রেমের,
খুনসুটি কিছু মায়া
ধুপকাঠি আলো ছায়া
চিঠি ওড়ে মনো খামের।
আবছায়া নীলে
তুই কাছে এলে
জমে ওঠে কথাদের দল।
তোর দূরে যাওয়া
লাগে বিরহি হাওয়া
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল।
হো.. হো.. হো.. হো..
দুজনেই জানি
হই অভিমানি
ঠিকই থাকে ভালোবাসা
তবুও কাঁদি
কখনো যদি
থেমে যায় যাওয়া আসা,
ক্ষয়ে চাই তত
অভিমানে যত
ডুবে যাস্ নীরবে অতল।
তোর দূরে যাওয়া
লাগে বিরহি হাওয়া
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল।
হো.. হো.. হো.. হো..
তোর চেয়ে থাকা
মৃদু হাসি ডাকা
খুলে দেয় মায়ার দুয়ার
প্রণয়ের ফুলে
শুভ্র আঁচলে
মুছে যায় মনের আঁধার।
কুয়াশায় একা
না পেয়ে তোর দেখা
ঝরে যদি দু’চোখের জল।
তোর দূরে যাওয়া
লাগে বিরহি হাওয়া
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল,
আমি শুধু হয়ে যাই অচল,।
হো.. হো.. হো.. হো..
কাছে ডাকো যতো তুমি গানের লিরিক
kache dako joto tumi
ful fute morshumi
monete hawa lage premer
khun shuti kichu maya
dhup khathi alo chaya
cithi ore mono khamer.
abchya nile
tui kache ele
jome othe kothader dol
tor dure jawa
lage birohi hawa
ami sudhu hoe jai ochol.