Kahini Shono Lyrics (কাহিনী শোনো) Keshab Dey | Kaifii

Kahini Shono Lyrics By Keshab Dey And Kaifii

Kahini Shono Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Keshab Dey. Music Arrangement By Kaifii And Jakiruddin Khan. This Song Lyrics By Pijush Das.
 
Song Info
Song – Kahini Shono – কাহিনী শোনো
Singer – Keshab Dey
Lyrics – Pijush Das
Music – Kaifii
Arrangements – Jakiruddin Khan
Mix | Mastering – Arnab Chowdhury
Original Song Credits –
Written, Composed & Music by Kaifii Khaaliil
Label: Rupkotha – রূপকথা

Kahini Shono Lyrics In Bengali

কাহিনী শোনো
যা ভাবোনি শোনো
তাকে বেসেছিলাম
ভালো বেসেছিলাম
একলা আমায় করে চলে গেলো
যাকে বেসেছিলাম
ভালো বেসেছিলাম।

বুঝেছি আবার
আমি এখনো তার
ভালোবাসা মনে রাখেনি যে আমার
মনে রাখেনি যে কান্না গুলো

আমার এ গানে কথা লিখেছি তার
কাহিনী শোনো
যা ভাবোনি শোনো
তাকে বেসেছিলাম
ভালো বেসেছিলাম।

লাল শাড়ি পরে কপালে আলপনা
চিরসাথী হবে সে ছিল কল্পনা
সে স্বপ্ন ভেঙেছে আমিও বুঝেছি
ভেঙে যাওয়া মনের কত যন্ত্রণা
যত বেঁধেছি তত কেঁদেছি।

পাবনা জেনেও ভালোবেসেছি
কত না আঘাত পেয়েছি একা
স্মৃতিগুলো তবু মনে রেখেছি

আহা কষ্ট শোনো
ওহো কান্না শোনো
তাকে বেসেছিলাম
ভালো বেসেছিলাম।

কাহিনী শোনো
যা ভাবোনি শোনো
তাকে বেসেছিলাম
ভালো বেসেছিলাম।

কাহিনী শোনো গানের লিরিক্স – কেশব দে এবং কাইফি

kahini shono
ja vabini shono
take beshechilam
valo beshechilam
ekla amai kore chole gelo
jake beshechilam
valo beshechilam

bujhechi abar
ami ekhono tar
valobasha mone rakhini je amar
mone rakheni je kanna gulo.

Leave a Comment