Nei Ferar Poth Lyrics By Shafique Ahmed And Amit Kar
Singer : Shafique Ahmed
Lyric : Mahmud Shaon
Tune & Music : Amit Kar
Model : Jonaki Jyoti, Shafique Ahmed & Nehal
Cinematography : Shafin Islam
Edit & Color : Rifat Shourov
Directed By : Rifat Shourov
Co-ordinate By : Isha Khan Duray
Language : Bangla
Label : Agniveena
Nei Ferar Poth Lyrics In Bengali
খুব সহজে বলা যায়
সব ছেরে চলে যাও
বাধা থাকে কোনো
মুঠো থেকে আংগুল তুলে
চুপচাপ কিছু না বলে
চলে গেছি ঠিক যেমন
বোকা সময়ে বোবা মন
দুটি চেপে করে সহজ
বোকা সময়ে বোবা মন
দুটি চেপে করে সহজ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
হচ্ছে না কি বিরক্ত কেউ
ভাল আছে হয়ত সেও
থাকুক নিজের মত
রাত বারলে ভিতু আগুন
রোজ চেনা রিক্ত আদর
আলকো বারে ক্ষত
আপসোসে মিলে না মানুষ
চুপ থাকলে সহজ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
চেনার মানে মিছেমিছি
গন্ধ নিয়ে কাছাকাছি
বৃথা থাকার চেষ্টা
মনকে মনের ভরাসায়
ডাক পিয়নের ইশারায়
বারছে দেখার তৃঞ্চা
মেঘের মত গর্জন করে
আসেনা তার অসমজ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
বেচে গেছি চলে এসে
খোলা নেই ফেরার পথ
নেই ফেরার পথ লিরিক্স – শফিক আহমেদ
khub sohoje bola jai
sob chere cole jao
badha thake kono
mutho theke angul tule
cupcap kichu na bole
cole geci thek jemon.