Obohela Lyrics By Samz Vai
Singer : Samz vai
Lyrics & Tune : Samz vai
Cast – Tanvir Paros, Nipa Islam, Shohag,Monir,
D.O.P – Shohag
Edit & Color – Tanvir Paros
Directed By Tanvir Paros
Lebel : SM Friend Zone
Obohela Lyrics In Bengali
আমার সপনে আমার লেখা গানে
তুমি শুধু সেই মেয়ে
কোথায় হারালে আমাকে ছেড়ে
বলোনা কোন সে দূরে
আমারও একা থাকা আর ভালো লাগে না
কি করি তোমায় ছাড়া আমি কিছুই বুঝিনা।
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।
আর কত রাত এভাবে থাকবো
তুমি হিনা আর কতো রাত কাটাবো
জানো না তুমি কেন বোঝোনা
কতটা বেসেছি ভালো।
কি ভুলে তুমি গেছো চলে
সব কিছু করে এলমেলো
আহারে জিবন তুমি হিনা
কাটেনা আর আমার
তোমারই মাঝে দেখেছি আমি
কতো সপনো হাজার
কে তুমি আমার মন নিয়ে হায়
করে গেছো খেলা
ভালোবাসার বদলে শুধু
করেছো অবহেলা।
অবহেলা লিরিক্স – সেমজ ভাই
Amar shopone amar lekha gaane
Tumi shudhu sei meye
Kothay harale amake chere
Bolona kon se dure
Amaro eka thaka aar bhalo lage na
Ki kori tomay chara ami kichui bujhina
Ke tumi amar mon niye haay
kore gecho khela
Bhalobashar bodole shudu
Korecho obohela.