Preme Pora Jaak Lyrics By Aneek Dhar And Sanchita Bhattacharya From Archie’r Gallery
Movie: Archie’r Gallery
Composer: Aneek Dhar
Singer: Aneek Dhar, Sanchita Bhattacharya
Lyricist: Nilanjan Chakraborty
Music programmed by: KD
Cast: Bonny Sengupta, Ayoshi Talukder and Rajatava Dutta
Label: Zee Music Bangla
Preme Pora Jaak Lyrics In Bengali
আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
হুম আজকে সন্ধ্যায় রঙ্গিন গ্লাসে
ডুববে কারা টলবে হেঁসে
দেখবে কালি কালি আঁখে
মন বেয়াড়া মানছে না সে
বলছে ঝড়েই এ মন ভাসাবো
আমি সেই ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
তুমি আজ ঝড়েই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে দিলওয়ালে
আজ প্রেমে পড়া যাক
টিমটিমে রাত সর্বনেশে
দেখছে তোমায় আয়না ঘেঁষে
মন বুঝি আজ ধরাই পড়লো
নিয়মকানুন যাক গে ভেসে
ভাগ করে নিক ভালবেসে
দেখা যাবে কে কি ভাবল
মেঘে মেঘে ভাব হয়েছে আজ
মিশছে তারা আকাশ থেকেই যা
যদি বৃষ্টির কাছে কেউ ডাক পাঠাতো
ঠোঁটে ঠোঁটে লজ্জা পেয়ে
আলগা দুজন আলতো ভয়ে
ভিজে হাওয়ায় মন টা ঢেকে
ফুটছে গোলাপ জ্বলছে বুকে
বলছে তবু এ দিল চাইছে মোর
তুমি আজ পাশেই দাঁড়ানো
ঠিক যেন শাহরুখ খান
দৌড়ে কাছে এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক
আমি সেই পাশেই দাঁড়ানো
ঠিক জেন শাহরুখ খান
দৌড়ে তুমি এলে কাজলে
আজ প্রেমে পড়া যাক – ২
প্রেমে পড়া যাক লিরিক্স – অনিক ধর এবং সঞ্চিতা ভট্টাচার্য
Aajke sondhyay rongeen glass e
dubbe kara tolbe hense
dekhbe kali kali aankhe
dekhbe kali kali aankhein
mon beyara manchhe na se
bolchhe jhorei e mon vasabo
ami sei jhorei darano
thik jeno shahrukh khan
doure tumi ele kajole
aaj preme pora jaak
tumi aaj jhorei darano
thik jeno shahrukh khan
doure kachhe ele dilwale
aaj preme pora jaak
timtime raat sorboneshe
dekhchhe tomay aayna ghenshe
mon bujhi aaj dhorai porlo
niyomkanun jaak ge vese
vag kore nik valobese
dekha jaabe ke ki vablo
meghe meghe vab hoyechhe aaj
mishchhhe tara akash thekei ja
jodi brishtir kachhe keu daak pathato
thothe thothe lojja peye
aalga dujon aalto voye
vije haway mon ta dheke
futchhe golap jolchhe buke
bolchhe tobu e dil chaichhe mor
tumi aaj pashei darano
thik jeno shahrukh khan
doure kachhe ele kajole
aaj preme pora jaak
ami sei pashei darano
thik jeno shahrukh khan
doure tumi ele kajole
aaj preme pora jaak.