Shei Harano Golpo Lyrics (সেই হারানো গল্প) Shamiul Shezan

Shei Harano Golpo Lyrics By Shamiul Shezan

Shei Harano Golpo Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Shamiul Shezan. Music Arrangement By Shamiul Shezan. This Song Lyrics And Tune By Shamiul Shezan.
 
Song Info
Song: Shei Harano Golpo – সেই হারানো গল্প
Artist: Shamiul Shezan
Lyric: Shamiul Shezan
Tune: Shamiul Shezan
Composition: Shamiul Shezan
Vocal: Shamiul Shezan
Mix and mastered by: Shamiul Shezan
Relaise Date: 30 January 2023
Label: Shamiul Shezan

Shei Harano Golpo Lyrics In Bengali

কখনো ভাবিনী এভাবেই
শেষ হবে আমাদের গল্প
তবে শুধু এতটুকুই জানি
তুমি আবারো খুঁজবে

এই হারিয়ে যাওয়া গল্পটাকে
শুধু পাবেনা গল্পে হারিয়ে যাওয়া
এ আমাকে কখনোই না।

কোনোদিন ফিরবে হয়তো তুমি
খুঁজবে হয়তো আমায়
পাবে না আমার দেখা।

হাজার বার বলবে ভালোবাসি
বুঝবে কত দামি
ছিলো আমার ছায়া।

জানি কভু ফিরবেনা আর শূন্য মনে
বলবে না আমায় ভালোবাসি
একমুঠো অস্রু দিয়ে যাওয়ার ব্যথা
বুঝবেনা কেউ সবি বুঝি এই আমি।

যে চলে যায় সে ভালোবাসার নয়
সে শুধু ছদ্মবেশী নারী
যে হবার নয় তাকে আটকে রাখার
সাধ্য নেই কারোই।

কোনোদিন ফিরবে হয়তো তুমি
খুঁজবে হয়তো আমায়
পাবে না আমার দেখা।

হাজার বার বলবে ভালোবাসি
বুঝবে কত দামি
ছিলো আমার ছায়া।

এতো নিখুদ অভিনয় বুঝিনি আমি
বুঝিনি তুমি মিথ্যে সেই স্মৃতি
ভেবেছি তোমাকে আলো আমার
বুঝিনি তুমি চিল আধার ছিলে।

যে চলে যায় সে কাছে আসার নয়
সে শুধু ছদ্মবেশী নারী
যে হবার নয় তাকে আপন করার
সাধ্য নেই কারোই।

আমার এ অর্থহীন আবেগে তুমি কোথায়?
পেছনে তাকালে মনে পরে
আঘাত তোমার
এভাবে সাজানো স্বপ্নগুলো
ভেঙ্গে দিলে কি করে

হাজার বার নিজেকে বুঝিয়ে ব্যর্থ আজ
না পাওয়া তোমাকে খুঁজেছি
কত রাত সকাল
মনে কি পরেনা তোমার
স্বার্থপর মনে আমাকে

কোনদিন ফিরবে হয়তো তুমি
খুঁজবে হয়তো আমায়
পাবে না আমার দেখা।

হাজার বার বলবে ভালোবাসি
বুঝবে কত দামি
ছিলো আমার ছায়া‌

কোনদিন ফিরবে হয়তো তুমি
খুঁজবে হয়তো আমায়
পাবে না আমার দেখা।

হাজার বার বলবে ভালোবাসি
বুঝবে কত দামি
ছিলো আমার ছায়া।

সেই হারানো গল্প গানের লিরিক্স – শামিউল শেজান

kokhono vabini evabei
sesh hobe amader golpo
tobe sudhu etotukui jani
tumi abaro khujbe.

ei hariye jawa golpotake
sudhu pabena golpo hariye jawa
e amake kokhonoi na.

Leave a Comment