Sona Roder Hasi Dekhe Lyrics (সোনা রোদের হাসি) Shreya Ghoshal

Sona Roder Hasi Dekhe Lyrics By Shreya Ghoshal From Shubhodrishti

Sona Roder Hasi Dekhe Lyrics Is a Bangla Shubhodrishti Movie Song. This Song Is Sung By Shreya Ghoshal. Music Arrangement By Jeet Gannguli. This Song Lyrics By Priyo Chattopadhyay.
 
Song Info
Song : Sona Roder Hasi Dekhe – সোনা রোদের হাসি দেখে
Film : Shubhodrishti
Singer : Shreya Ghoshal
Music : Jeet Gannguli
Lyrics : Priyo Chattopadhyay

Sona Roder Hasi Dekhe Lyrics In Bengali

সোনা রোদের হাসি দেখে
মনে রং লেগেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।

ও স্বপ্ন সুখে আশার পাখি
ডানা যে মেলেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে

ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।

ওই গাছের সবুজ পাতা
বলে হাওয়ার সাথে কথা
তার কথা কেউ বোঝেনা।

ওই কাজলা দিঘীর জলে
মেঘের ছায়া ভেসে চলে
কোথায় যায় সে জানেনা।

ঠিকানা, হারাতে, মন হলো চঞ্চল
ঠিকানা, হারাতে, মন হলো চঞ্চল
সোনা রোদের, হাসি দেখে
মনে রং লেগেছে

ওই আকাশ আমায় কাছে ডেকেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে
ওই আকাশ আমায় কাছে ডেকেছে।

ও মাঝিরে, উজান টান বৈঠা ধরে
মাঝিরে, উজান টান বৈঠা ধরে
এই সামাল সামাল তরী সামাল বাই রে
এই সামাল সামাল তরী সামাল বাই রে
মাঝিরে ও মাঝিরে

ওই বউ কথা কও ডাকে
ওই বউ কথা কও ডাকে
বধূ ঘোমটাতে মুখ ঢাকে
লজ্জায় কথা বলেনা।

ওই কলসি নিয়ে কাঁখে
চলে গাঁয়ের পথের বাঁকে
ক্লান্ত চরণ থামেনা।

জানিনা, ওরা কোন্, খুশিতে উচ্ছল
জানিনা, ওরা কোন্, খুশিতে উচ্ছল,
সোনা রোদের, হাসি দেখে

মনে রং লেগেছে,
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।

ও স্বপ্ন সুখে আশার পাখি ডানা যে মেলেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে
ঐ আকাশ আমায় কাছে ডেকেছে।

সোনা রোদের হাসি দেখে লিরিক্স – শ্রেয়া ঘোষাল

Sona roder hasi dekhe
Mone rong legeche
Oi akash amay kache dekeche
O shopno sukhe ashar

pakhi dana je meleche
Oi akash amay kache dekeche
Oi gacher sobuj pata
Bole hawar sathe kotha

Taar kotha keu bojhena
Oi kajla dighir jole
Megher chaya bhese chole
Kothay jaay se jaane na

Thikana harate mon holo chanchal
Sona roder hasi dekhe
Mone rong legeche
Oi akash amay kache dekeche

Oi bou kotha kou daake
Bodhu ghomtate mukh dhake
Lojjay kotha bole na
Oi kolsi niye kakhe

Chole gaayer pother baake
Klanto choron thaame na
Janina ora kon khushite chanchal.

Leave a Comment