Sudhu Tumi Lyrics (শুধু তুমি) Porshi | Arpan Karmakar

Sudhu Tumi Lyrics by Porshi and Arpan Karmakar

Sudhu Tumi Lyrics Is Bangla Love Station Natok Song. Cast : Jovan & Porshi. This Song Is Sung By Porshi and Arpan Karmakar. This Song Composer By Arpan Karmakar. This Song Lyrics were Created By Jayanta Biswas.

Song Dtails
Song : Sudhu Tumi
Singer : Porshi & Arpan Karmakar
Lyrics : Jayanta Biswas
Composer : Arpan Karmakar
Drama : Love Station
Cast : Jovan & Porshi
Label : Sultan Entertainment

শুধু তুমি লিরিক্স – পড়শী ও অর্পণ কর্মকার

খুজেছো কি তুমি আমাকে
ভালোবেসে ঐ নিল তাঁরা
তোমাকে ভেবে সারাক্ষণ
মনে আকি এ রুপকথা,
তুমি ও কি নিমিষে
মিশেযাবে শুধু ভালোবেসে,
তোমারি মনের এক কোনে
আমি ও আছি আনমনে।

কেন মন চলে যাই
তোমারি ঠিকানা
আমার সপ্নে তাই শুধু তুমি,
কেন ঘুম ভেঙে যায়
চোখেরি কিনারা
আমার সপ্নে তাই শুধু তুমি।

তোমারি কথা ভেবে রাত্রি কেটে যাবে
চুপিচুপি আড়ালে
হা হা হা..
চোখে চোখে কথা
এ যেন ভালোবাসা
তোমারি ছোয়া পেলে। (২ বার)

কেন মন চলে যাই
তোমারি ঠিকানা
আমার সপ্নে তাই শুধু তুমি,
কেন ঘুম ভেঙে যায়
চোখেরি কিনারা
আমার সপ্নে তাই শুধু তুমি।

Sudhu Tumi Song Lyrics In Bengali

khujecho ki tumi amake
valobeshe oi nil tara
tomake bhebe sarakhon
mone aki a rupkotha
tumi o ki nimishe
mishe jabe sudhu valobeshe
tomari moner ek kone
ami o achi anmone.

শুধু তুমি বাংলা লাভ স্টেশন নাটক গান। অভিনয়: জোভান ও পোরশি। এই গানটি গেয়েছেন পড়শী ও অর্পণ কর্মকার। গানটির সুরকার অর্পণ কর্মকার। এই গানের কথা লিখেছেন জয়ন্ত বিশ্বাস।

Leave a Comment