Toke Chara Valo Lage Na Lyrics (তোকে ছাড়া ভালো লাগে) Shawon

Toke Chara Valo Lage Na Lyrics By Shawon Gaanwala From I Love You

Toke Chara Valo Lagena Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Shawon Gaanwala. Music Arrangement By Ankur Mahamud. This Song Lyrics And Tune By Mehedi Hasan Limon And Ankur Mahamud.
 
Song Info
Song: Toke Chara Valo Lagena – তোকে ছাড়া ভালো লাগে না
Singer: Shawon Gaanwala
Lyrics: Mehedi Hasan Limon
Tune & Music: Ankur Mahamud
Starring: Zaher Alvi & Ontora
Directed By: Maidul Rakib
Drama: I Love You
DoP: Rajon Romm
Edit & Color: Shamim Hossain
Graphic Design: Nadia
Production: Sumon
Label: Eagle Music

Toke Chara Valo Lagena Lyrics In Bengali

কি যেন হলো আমার
তোকে ছাড়া ভালো লাগে না
কেন এতো ভালোবাসি
আমি নিজেও তা জানিনা।

রাত-বিরাতে তোর পাড়াতে
নীলরঙা স্বপ্ন সাজাই
মন মায়াতে তোর কাছেতে

আমি আমাকে পাঠাই আমাকে পাঠাই
আমাকে পাঠাই
তোর কাছেতে আমাকে পাঠাই।

তুই আমায় ভাবিস যদি
অবেলায় অবসরে
আমি আমায় দিয়ে দেবো
পুরোটাই তোর করে।

একটু ভালো বাসলেও তুই
আমি সবটুকু চাই
মন মায়াতে তোর কাছেতে

আমি আমাকে পাঠাই আমাকে পাঠাই
আমাকে পাঠাই
তোর কাছেতে আমাকে পাঠাই।

তুই যখন ছুঁয়ে যাস মন
রংধনুর আবীর মেখে
অসীম ভালোলাগাতে
ভাসি অন্তহীন সুখে।

আমি আমাকে ভুলে গিয়ে
তোর মাঝেতে হারাই
মন মায়াতে তোর কাছেতে
আমি আমাকে পাঠাই

আমাকে পাঠাই আমাকে পাঠাই
তোর কাছেতে আমাকে পাঠাই
তোর কাছেতে আমাকে পাঠাই।

তোকে ছাড়া ভালো লাগে না বাংলা গানের লিরিক্স – শাওন গানওয়ালা

Ki jeno holo amar
Toke chara valolage na
Keno eto valobashi.

Ami nijeo taa janina
Raat birate tor parate
Nil ronga shopno sajai.

Mon mayate tor kachete
Ami amake pathai
Tor kachete amake pathai.

Leave a Comment