Tomar Jonyo Poem Lyrics (তোমার জন্য) Munmun Mukherjee

Tomar Jonyo Poem Lyrics By Munmun Mukherjee

Tomar Jonyo Lyrics Is  Bengali Poem. Recited by Munmun Mukherjee. This Poem Written by Anirban Dutta.

যদি আপনাদের নতুন এবং পুরাতন বাংলা গানের লিরিক্স প্রয়োজন হয়, আপনারা সহজেই Banglalyrics26 এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারেন।

Poem Info
Poem Name : Tomar Jonyo – তোমার জন্য
Writer : Anirban Dutta
Recited by : Munmun Mukherjee
Label: Munmun Mukherjee

Tomar Jonyo Kobita In Bengali

তুমি চাইলে কি না দিতে পারি আমি
কাক ঢাকা ভোরে উঠে
তুমি চাইলে এক বুক নদী সাঁতরে
ওপারের বাগান থেকে

সবচেয়ে সুন্দর ফুলগুলো
নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম
এই দেখো তুমি চাইলে
কি না দিতে পারি আমি।

যদি বলতে ওই উঁচু করমজা গাছে
কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম
কিংবা জাম রুট
কিংবা আমলকি থোকা পেড়ে দিবে

ওমনি আমার চরকি নাচানো
পায়ের আঙুলে কসরতের খেলায়
তত্বর করে, এ ডাল, ও ডাল, সে ডাল ছাড়িয়ে
প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম
এই দেখো, তুমি চাইলে কিনা দিতে পারি আমি।

আর তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে
সিরসিরিয়ে ঘুরে বেড়াচ্ছে
যন্ত্রণা চেপে ইস পোকাগুলো

আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে
একটা একটা করে টিপে
মারার জন্য যদি বলতে

সমুদ্র তোলপাড় করে
পাহাড়ের চূড়া ডেঙে
অরন্যর বেড়া ভেঙ্গে
সেই বিষন্ন করণীর লতা ঠিক নিয়ে এসে

তোমার পায়ে ঠেকিয়ে বলতাম
এই দেখো
তুমি চাইলে কি না দিতে পারি আমি
অথচ আশ্চর্য কিছুতেই তুমি চাইলে না কিছু।

তোমার জন্য কবিতা আবৃত্তি লিরিক্স – মুনমুন মুখার্জী

tumi chaile kina dite pari ami
kaak dhaka vore uthe
tumi chaile ek buk nodi satre
oparer bagan theke.

sobcheye sundor phulgulo
niye ese tomar haate diye boltam
ei dekho tumi chaile
ki na dite pari ami.

Leave a Comment