Tumi Chara Nei To Amar Lyrics by Milon and Puja
Tumi Chara Nei To Amar Lyrics Is Bangla Song. This Song Is Sung By Milon & Puja. This Song Music Composed By Imran Mahmudul. This Song Lyrics And Tune was Created By Imran Mahmudul.
Song Dtails
Song : Tumi Chara – তুমি ছাড়া
Singer : Milon & Puja
Lyric : Rifat
Tune & Music : Imran Mahmudul
Album : Tumi
Label : Cd Choice
তুমি ছাড়া নেই তো আমার লিরিক্স – মিলন এবং পূজা
ও তোমাকে পেয়েছি আমারই জীবনে
ভালোবেসে নেবো তাই বুকে জড়িয়ে
তুমি মিশে আছো আমার এ মনে প্রাণে
এসো না হৃদয়ের গহীনে।
ও.. তুমি ছাড়া নেই তো
আমার সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)
ভিজে যাবো দুজনা ভালোবাসার জলে
জলধারা কোনো শ্রাবণ ও দিনে (২ বার)
এত সুখ এত দিনে তুমি দিলেগো আমায়
বাচঁবো না কখনো ছেড়ে থাকতে তোমায়।
ও তুমি ছাড়া নেই তো আমার
সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)
দুটি হৃদয় মিশে গেলো
ভালোবাসার মিলনে
চাই না কিছু তুমি হীনা জীবনে। (২ বার)
এত সুখ এত দিনে
তুমি দিলেগো আমায়
বাচঁবো না কখনো
ছেড়ে থাকতে তোমায়।
ও তুমি ছাড়া নেই তো আমার
সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)
Tumi Chara Nei To Amar Song Lyrics In Bengali
O tomake peyechi amari jibone
Valobeshe nebo tai buke joriye
Tumi mishe acho amar a mone prane
Eso na hridoyer gohine.
O tumi chara nei to
Amar sukher alo
Tomari moto emon o kore
Valobashbe ke bolo.
Vije jabo dujona valobashar jole
Jolodhara kono shrabon o dine.