Vulite Paribona Lyrics By Samz Vai
Vocal : Samz Vai
Lyrics And Tune : Samz Vai
Music : Samz Vai
Lebel : Samz Vai Official
Vulite Paribona Lyrics In Bengali
ও বলেছিলে এমন ত হবে না
আমায় ছেড়ে কখনো তুমি যাবে না
তুমায় ছাড়া একা মন মানে না
চলে যাবো আমি দূরে কোনো অজানা।
কেন এমন হলো কিছু বুঝি না
মেনে নিয়েছি আমি নতুন ঠিকানা
সুখে থাক তুমি আমায় ছাড়িয়া
দেখবে না কখনো আমারু ছায়া।
এই বুকে জমানো হাজারো কথা
না বলাই রয়ে যায়
ভুলিতে পারিবো না আর আমি
কখনও যে তুমায়।
দেখেছ তুমি নতুন সপ্ন
সেখানে আমার নেই অস্তিত্ত
কি এমন হতো যদি কাছে রাখিতে
কি এমন হত একটু ভালবাসিলে।
আমি পারি না তুমায় ভুলে থাকিতে
এই বুকে জমানো হাজারও কথা
না বলাই রয়ে যায়।
ভুলিতে পারিবো না আর আমি
কখনো যে তুমায়
ভুলিতে পারিবোনা গানের লিরিক্স – সামজ ভাই
Bolechile Emon To Hobe na
Amay Chere kokono Tumi jabe na
Tomay chara eka mon mane na
Keno emon holo kisu bujhina
mene niyechi ami notun thikana
E buke jomano Hajaro kotha
na bolai Roye jaay
Vulite Paribona Ar Ami
kokhono je Tomay
dekeco tumi notun sopno
sekhane nei amr ostitto.